সেবার তালিকা
ক. হাজার বছরের বহুত্ববাদী ঐতিহ্যের ভিত্তিতে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের মূল্যবোধের চেতনায় শিল্প সংস্কৃতির উৎকর্ষ সাধনের লক্ষ্যে জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহ এবং আমাদের লোকজ ইতিহাস-ঐতিহ্যের ভিত্তিতে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন।
খ. শিল্পী ও সংস্কৃতিকর্মীর গুণগত মান বৃদ্ধি এবং সৃজনশীল বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিশু, তরুণ ও শিক্ষার্থীদের সংগীত, নৃত্য, চারুকলা, তবলা, আবৃত্তি ও নাটক বিষয়ে প্রশিক্ষণ প্রদান।
গ. শিল্প-সংস্কৃতির প্রভাব তৈরি করে সৃজনশীল মানবিক সমাজ গঠনের লক্ষ্যে লাইব্রেরি বিষয়ক কার্যক্রম, মাসিক পাঠচক্রের আয়োজন, নিয়মিত চলচ্চিত্র প্রদর্শনী, শিশু-কিশোর-যুবক-প্রবীণ-অটিষ্টিক ও প্রতিবন্ধী শিশুদের জন্য অনুষ্ঠান আয়োজন, বাশিএ ঢাকার নির্দেশিত অনুষ্ঠান আয়োজন ও বার্ষিক বুলেটিন প্রকাশ।
ঙ. অসচ্ছল সংস্কৃতিসেবী ও সক্রিয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান সমূহের মধ্যে ভাতা/অনুদান প্রদান করা হয়।
চ. প্রতিবছর ৫জনকে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পদক প্রদান করা হয়।
ছ. ক্ষুদ্র নৃগোষ্ঠী ও ফোকলোর তথা লোকজ শিল্প-সংস্কৃতি বিষয়ক কার্যক্রম।
জ. আর্ট ডিরেক্টরী অব বাংলাদেশ সংক্রান্ত কার্যক্রম।
ঝ. আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানাদি ও কর্মশালায় বিভিন্ন শিল্পী এবং সাংস্কৃতিক সংগঠন সমূহকে অংশগ্রহনের সুযোগ প্রদান।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS