Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

১৯৭৪ সনের ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয় সংসদে গৃহীত ৩১নং এ্যাক্টের মাধ্যমে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠিত হয় এবং উক্ত আদেশ বাংলাদেশ শিল্পকলা একাডেমি পরিষদের ৯ই সেপ্টেম্বর ১৯৭৬ তারিখের সভায় অনুমোদিত হয়। উপরোক্ত ধারামতে বাতিলকৃত ঢাকাস্থ এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে অবস্থিত সকল পাকিস্তান আটস কাউন্সিলের সম্পূর্ণ দায়-দায়িত্ব অত:পর কেন্দ্রীয়ভাবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উপর বাতাইয়াছে এবং বাংলাদেশের সকল জেলায় ও মহকুমা শহরে উক্ত এ্যাক্ট বলে বাতিলকৃত সাবেক পাকিস্তান আর্টস কাউন্সিলের পরিবর্তে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ২০-১০-২০১৪ তারিখে অনুষ্ঠিত ৮৫তম সভার সিদ্ধান্ত অনুসারে বাংলাদেশ শিল্পকলা একাডেমি পরিষদের ০৯-০৯-১৯৭৬ তারিখে অনুষ্ঠিত ১০তম সভায় অনুমোদিত শিল্পকলা পরিষদ গঠনতন্ত্র সংশোধন করে গঠিত প্রতিষ্ঠানসমূহকে জেলা শিল্পকলা একাডেমি নামে আখ্যায়িত করা হয়। উক্ত অফিসটি কুড়িগ্রাম সবুজপাড়ায়, অবস্থিত।

সাংগঠনিক কাঠামো

জেলা কালচারাল অফিসার

 

অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর

 

                                          

 

সাউন্ড অপারেটর

লাইট অপারেটর

                                                                         

 

 

 

 

 

           
 

এম,এল,এস,এস

 

পিয়ন কাম গার্ড

 

নৈশ প্রহরী কাম ঝাড়ুদার

 

 

 

 

 

 

                 

 

 

 

 

কর্মকর্তাবৃন্দ

      ছবি

নাম

পদবী

ফোন

মোবাইল

ইমেইল

 

মোহাম্মদ ফয়েজ উল্লাহ

জেলা কালচারাল অফিসার

০৫৮১৬২৫০৩

(অফিস)

০১৭১৮৩৭৮১৫২

 

 

কর্মচারীবৃন্দ

ছবি

নাম

পদবী

মো: সহিদুল ইসলাম

অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর

 

       ছবি

নাম

পদবী

মো: মোস্তাফিজুর রহমান

লাইট অপারেটর কাম ইলেকট্রিশিয়ান (আউটসোর্সিং)

 

        ছবি

নাম

পদবী

মো: জয়নাল আবেদীন

সাউন্ড অপারেটর (আউটসোর্সিং)

 

      ছবি       

নাম

পদবী

ডালিম কুমার রায়

এম,এল,এস,এস (আউটসোর্সিং)

 

      ছবি

নাম

পদবী

মো: শামিমুল ইসলাম

নৈশ প্রহরী কাম ঝাড়ুদার (আউটসোর্সিং)

 

 

         

কী সেবা কী ভাবে পাবেন

জেলা শিল্পকলা একাডেমি প্রতি বছরে ডিসেম্বরে বিজ্ঞপ্তি প্রদান করে আবেদন পত্র আহবান পূর্বক বছরের শুরুতেই বাছাই পরীক্ষার মাধ্যমে বিভিন্ন মেয়াদী নিম্নলিখিত প্রশিক্ষণ কোর্সে ছাত্র-ছাত্রীদের ভর্তি করা হয়ে থাকে।

ক্র:নং

সেবার নাম

দায়িত্বপ্রাপ্ত কমဃকর্তা/কমর্চারী/

প্রশিক্ষক

সেবা প্রদানের পদ্ধতি

সেবা প্রদানের প্রয়োজনীয় সময়

সেবা প্রদানের প্রয়োজনীয় ফি

সংশ্লিষ্ট আইন/বিধি বিধান

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারের বিধান

০১

সংগীত (সাধারণ)

প্রশিক্ষণ

সংগীত প্রশিক্ষক ০৩ (তিন) জন

ক্লাসের মাধ্যমে প্রশিক্ষণ

ক্লাস রুটিন অনুযায়ী

 

বার্ষিক ফি ১৩৫০/-

বয়স ০৬-৩৫ বছর

জেলা সাংস্কৃতিক কমဃকর্তা

০২

নৃত্য (সাধারণ)

প্রশিক্ষণ

নৃত্য প্রশিক্ষক ০২ (দুই) জন

ক্লাসের মাধ্যমে প্রশিক্ষণ

ক্লাস রুটিন অনুযায়ী

 

বার্ষিক ফি ১৩৫০/-

বয়স ০৬-৩৫ বছর

জেলা সাংস্কৃতিক কমဃকর্তা

তথ্য প্রদানকারী কর্মকর্তা

মোহাম্মদ ফয়েজ উল্লাহ

জাতীয় পরিচয় পত্র নং

৭৫১৮৩২১৫৪৩৮০৫

ইমেইল ঠিকানা

..................................

ছবি

Designation

জেলা কালচারাল অফিসার

মোবাইল নাম্বার

০১৭১৮-৩৭৮১৫২

টেলিফোন

০৫৮১৬২৫০৩ (অফিস)

জন্মতারিখ

১৫-১০-১৯৭৯

বৈবাহিক অবস্থা

বিবাহিত

স্থায়ী ঠিকানা

গ্রাম: বদরপুর, ডাক: বজরা, উপজেলা : সোনাইমুড়ী, জেলা : নোয়াখালী

নিজ জেলা

নোয়াখালী

সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা

এম,কম (ব্যবস্থপনা)

চাকুরীতে যোগদানের তারিখ

২৫-১০-২০০৫

বর্তমান কর্মস্থলে যোগদানের তারিখ

০৭-০৩-২০১৮

পূর্বতন চাকুরীস্থল

জেলা শিল্পকলা একাডেমি, নোয়াখালী ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সেগুনবাগিচা, ঢাকা।

 (খ) মহড়া কক্ষ:-এক রুম বিশিষ্ট একটি মহড়া কক্ষ রয়েছে।

সাংস্কৃতিক প্রশিক্ষণ:-দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে আরো গণমুখী ও গতিময়করার লক্ষ্যে শিল্পকলা একাডেমিতে একটি প্রশিক্ষণকেন্দ্র রয়েছে। যেখানে নিয়মিত ও পদ্ধতিগত প্রশিক্ষণের মাধ্যমে সৃজনশীল সংস্কৃতি চর্চার প্রতি দেশের সুধি মহলের অধিকতর আগ্রহ সৃষ্টি করা হয়। সঙ্গীত, নৃত্য, নাটক, আবৃত্তি, তালযন্ত্র, চিত্রকলা সংস্কৃতিকর এসব বিষয়কে নিছক আনন্দদানের উপকরণের মধ্যে সীমাবদ্ধ না রেখে শিল্প ও সমাজ জীবনের মান উন্নয়নের ক্ষেত্রে একটি বলিষ্ঠ মাধ্যম হিসাবে গ্রহণ করা । এরই লক্ষ্যে নিম্নে উল্লেখিত বিষয়ে শিল্পকলা একাডেমিতে প্রশিক্ষণ দেয়া হয়।

 

#শিশুদের জন্য ০২(দুই) বছর মেয়াদী ফাউন্ডেশন কোস সমূহ:

ক) সঙ্গীত খ) নৃত্য গ) আবৃত্তি ঘ) নাটক ঙ) তবলা

#বিভিণ্ন মেয়াদী পূর্ণাঙ্গ কোস সমূহ:

  • সংগীত, নৃত্য, তবলা      --৪ বৎসর মেয়াদী
  • আবৃত্তি, নাটক           --২ বৎসর মেয়াদী

ফাউন্ডেশন কোর্সের ক্লাস সমূহ শুরু হয় শুক্রবার সকাল ১০ ঘটিকায়।

পূর্ণাঙ্গ কোর্সের ক্লাস শুরু সমূহ বিকাল ৩.৩০ মিনিটের পর থেকে রুটিন অনুযায়ী শুরু হয়।প্রতিবছর ডিসেম্বর মাসের ২০ তারিখ থেকে আবেদন ফরম বিতরণ করা হয়। জানুয়ারি ১ম সপ্তাহে সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি করা হয়।

  • প্রশিক্ষণ এর সেশন :-জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত।
  • ভর্তির কাযক্রম :- জানুয়ারি থেকে মার্চ এর মধ্যে যাবতীয় ভর্তির কার্যক্রম শেষ করা হয়।
  • প্রশিক্ষক সংখ্যা :-সবমোট ৭ জন। বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক নিয়োগপ্রাপ্ত। কণ্ঠসঙ্গীতে-০৩জন, নৃত্যে-০২জন, তবলা-০১জন, আবৃত্তি-০১জন, চারুকলা-০১জন, তালবাদ্যযন্ত্র সহকারী-০২জন।
  • পরীক্ষার সংক্রামত্ব তথ্য :- শিক্ষার্থীদের কাছ থেকে বছরে দুবার পরীক্ষা গ্রহণ করা হয়। প্রথম সাময়িক ও বার্ষিক পরীক্ষা গ্রহণ করা হয়।
  • এছাড়াও বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও জেলা শিল্পকলা একাডেমি বিশিষ্ট প্রশিক্ষক দ্বারা বিভিন্ন সময়ে সংগীত, নৃত্য, নাটক, আবৃত্তি, দেশীয় বাদ্যযন্ত্র ও তবলা বিষয়ে উচ্চতর কমশালা আয়োজন করে থাকে।

 

  • একাডেমি কর্তৃক আয়োজিত নিয়মিত অনুষ্ঠানসমূহ :- বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠা দিবস উদযাপন, মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস, জাতীয় শিশু দিবস এবং বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন, শিশু নাট্য দিবস, মহান স্বাধীনতা দিবস, বিশ্ব নাট্য দিবস, বাংলা নববর্ষ উদযাপন, মুজিবনগর দিবস, বিশ্ব নৃত্য দিবস, রবীন্দ্র জন্মজয়ন্তী, নজরুল জন্মজয়ন্তী, বর্ষা বরণ, বিশ্ব সংগীত দিবস, জাতীয় শোক দিবস, নবান্ন উৎসব, জেলা শিল্পকলা একাডেমির বুলেটিন প্রকাশ (বার্ষিক প্রকাশনা), শিশু কিশোর ও যুবদের জন্য অনুষ্ঠান আয়োজন, অটিস্টিক ও প্রতিবন্ধি শিশুদের জন্য অনুষ্ঠান আয়োজন, লাইব্রেরী পরিচালনা ও মাসিক পাঠচক্র আয়োজন, চলচ্চিত্র সংসদ পরিচালনা ও চলচ্চিত্র প্রদর্শণী, আর্ট ডিরেক্টরীর তথ্য সংগ্রহ, হালনাগাদকরণ ও প্রেরণ, জেলার সাংস্কৃতিক বৈশিষ্ঠ্য নিরুপণ, নবান্ন উৎসব উদযাপন এবং মহান বিজয় দিবস, ঋতু ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান, বাৎসরিক চারুকলা প্রদশনী আবৃত্তি উৎসব, নাট্য উৎসব, লোকজ সাংস্কৃতিক মেলা, একাডেমির সম্মাননা প্রদান, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদশনী, ত্রৈমাসিক সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি। এছাড়াও সরকার নির্দেশিত বিভিন্ন অনুষ্ঠানমালা আয়োজন করা হয়।

 

প্রকাশনা বিক্রয় কেন্দ্র :

বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক প্রকাশিত বিভিন্ন প্রকাশনা সমূহ একাডেমির অফিস চলাকালীন সময়ে বিক্রয় করা হয়।