কন্ঠ সংগীত (চার বছর), নৃত্যকলা (চার বছর), তবলা (চার বছর), নাট্যকলা (চার বছর), আবৃত্তি (চার বছর), বিষয়ে চারুকলা (তিন বছর), বেহালা (দুই বছর), গীটার (দুই বছর) বিষয়ে বিভিন্ন মেয়াদি সার্টিফিকেট কোর্স এছাড়াও শিশু বিভাগের মাধ্যমে ২ বছর মেয়াদি ফাউন্ডেশন কোর্স চালু রয়েছে। ভর্তি ফরম ছাড়া হয় প্রতি বছর জানুয়ারি মাসে। ভর্তির বয়স ৬-২৫ বছর। প্রশিক্ষণ কেন্দ্রে মোট ১১ জন প্রশিক্ষক ও ২ জন তালযন্ত্র সহকারী কর্মরত রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস